Help to Educate Underprivileged Children

Help to Educate Underprivileged Children
23 Donors

-15 Days Left , ,

Help to Educate Underprivileged Children

Raised: ৳ 38,780 / Goal: ৳ 100,000

Donate Now
নাজমুলের স্বপ্ন সে একদিন দেশসেরা বিজ্ঞানী হবে। অথচ এবছর স্কুলেই যাওয়ার সুযোগ পায় নি সে। নদী ভাঙ্গনের ফলে তার স্কুল চলে গেছে এক চরে, আর তাদের বাড়ি চলে গেছে অন্য চরে। আগের দু’বছর পড়াশোনা হয় নি করোনার কারণে। পড়াশোনার পরিবর্তে নাজমুলের এখন সময় কাটে মাঠে কাজ করে, নদীতে মাছ ধরে। নামজমুলের মা, নাজমা বেগমও স্বপ্ন দেখেন সুযোগ পেলে তার ছেলে ঠিকই একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। আমরাও বিশ্বাস করি, উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারলে এইসব শিশুরাই একদিন সমৃদ্ধ দেশ গড়তে বলিষ্ঠ ভূমিকা রাখবে। অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এগিয়ে আসতে পারেন আপনিও। মাসিক মাত্র ১০০০ টাকায় একটি শিশুর পড়াশোনাসহ শিক্ষার আনুষঙ্গিক বিষয়গুলোর দায়িত্ব নিতে এগিয়ে আসুন। মনে রাখবেন, সুবিধা বঞ্চিত প্রান্তিক শিশুরা সমাজের বোঝা নয়, সম্পদ।